সুপ্ত শিশির স্বপ্নে মধুর সঙ্গে
সুপ্ত শিশির স্বপ্নে মধুর সঙ্গে
কোমল কমলের পতাকা হাতে
বিহ্বল মন সদা ভরা হাসির রঙে
জোছনায় তুমি আমার পাশে।
সুরধারায় সুখের গান গাওয়া
মেঘ বদলে বৃষ্টি হাওয়া
চিরকাল আছ কোন নিঃশব্দ সারাটি
প্রতিদিনে তোমায় এক প্রশ্ন করি কেনো এত সামান্য?
তোমার ছায়ায় আমি হারানো স্বপ্নে
শোনার কথা শুনে হাসির মধু কোমল করে
স্বপ্নভরা প্রিয় জীবনে আমি সদা
সঙ্গে থাকি তোমার কাছে ফিরে নিঃস্ব।
অনেক কথা রয়ে গেছে বলিনি কখনো
সব বলা শুনা হয়ে যায় খেলনা একা
একসাথে যে করেছি স্মৃতির একটি সাপলা
সে কবে সে কবে আবার আসবে আমাদের সাথে?

Post a Comment