চলে যাই পথ চলে যাই

 চলে যাই পথ চলে যাই



 চলে যাই পথ চলে যাই

জীবনের আঁধার কাটি নাই

উদাস চোখ তোমার কাছে

সুখের পথে কাছাকাছি হাঁটি নাই

স্বপ্ন দেখি সারা রাত

জাগি আমি একা হাতে হাত

প্রতিদিন আমার মন চায়

ভালোবাসা থাকুক সবায়ে


চলে যাই দূরে দূরে

স্বপ্ন দেখি মন ভরে ভরে

সমস্ত সুখ পেতে চায়

দুঃখ থাকুক হাঁটুর মাঝারে

পথ চলে দেখি চমৎকার সৃষ্টি

প্রকৃতির সৌন্দর্য পাওয়া হাস্য মুখে চিত্ত বিস্ময় ভরে

স্বপ্ন দেখি এই জীবনে

সুখে থাকি সবসময়ে।

Post a Comment

Previous Post Next Post