স্বপ্ন

স্বপ্ন



স্বপ্ন দেখি সেই রঙের ঝিলে,

সুখ পেতে পারি সেই পাহাড়ে।

জীবনের আশায় ভরা হৃদয়ে,

ছোঁয়া শিশির মত হাসি ফোটে।


ভালবাসি সেই শহরের সুখ,

একটা নদী সেই শহর পার করে।

অক্ষয় বাণী প্রতিমান সেই মিষ্টি সুখ,

সব মিলে জীবন আর কেটে না থাকে।


বাতাসের মতো ফিরে আসব না,

এক দিন সেই সুখ আমার হবে না।

কষ্ট আমার কখনো যেন থাকবে না,

আমি সেই পথে চলতে থাকব হঠা। 

Post a Comment

Previous Post Next Post