অহংকার

অহংকার



কেন আমি এমন অহংকারী?

কেন আমি বিশ্বাস করি শুধু নিজেই সত্যি?

কেন আমি দেখি শুধু নিজের গোপন সুন্দরতা?

আর হারানো জীবনে সেই অনুভব নেই না।


কিছু নয় এ বিশ্বে সবাই কে একই।

কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ সাদা, কেউ কালো,

সবাই নিজেদের সুন্দরতা জানে,

সবাই নিজেদের সত্যি ভাবে।


সবাই প্রকৃতির একটি অংশ,

সবাই এক সূর্যের নিচে থাকে,

তারা সবাই একই মাটি থেকে হয়,

এক স্বপ্নের জন্য সমস্ত জীবন সাথে নিয়ে যায়।


তাহলে কেন একটি অহংকার?

কেন নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ মনে করি?

জীবন একটি যাত্রা, সবার সাথে একসাথে,

একটি পার্থক্য করে কী লাভ করি? 

Post a Comment

Previous Post Next Post