সুখে থাকি তারার কাছে নীলিমার মতো
সুখে থাকি তারার কাছে নীলিমার মতো
অতীন্দ্রিয় সৌন্দর্য তোমার মন পথে
তুমি প্রতিদিন নতুন আলো ছড়িয়ে দাও
আমাদের জীবন হাসির ঝর্ণার মতো।
দিন দুটি দিয়ে যায়, রাত শেষ নাই
কোন এক মুহূর্তে চলে যায় জীবন আমার
আমি চাই যেন নিত্য থাকি তোমার সৃষ্টিতে
শান্ত সুখ নিয়ে সাথে হাসির মতো ভরা।
মন খুলে দাও তোমার মেঘের মতো জল
সমস্ত দুঃখ সহনশীলতা দিয়ে দুর করো
জীবনের সমস্যাগুলি মিলে যাক সমাধানে
সুখের দিকে নয়ন তোলা হাসির মতো সাজানো।

Post a Comment