মা
মা, তুমি আমার সর্বশ্রেষ্ঠ কবিতা
যেখানে কথা নেই, কেউ যেন বুঝে না
তোমার হাত আমার শিরে রেখে হাঁটা,
সেই মধুর স্পর্শ তোমার আঁখির চোখে বেঁধে রাখা।
মা, তুমি আমার প্রিয় গান,
যে কথা বলা নেই, কেউ শুনে না
তোমার কথা মনে রেখে সবসময় হাসি,
আমার নিজের কথা তুমি করে দাও সাজি।
মা, তুমি আমার প্রিয় মন্ত্র,
যেখানে সেই মন্ত্রটি সেরে থাকি সবসময়।
আমার সমস্যাগুলো সমাধান করে দাও,
তোমার প্রতি সমস্যা কোনোটা ছোট? কোনোটা বড়?
মা, তুমি আমার জীবনের উজ্জ্বল আলো,
যে কাছে না যাই, তোমার কাছে হাটি হাঁটি পাও।
কোনো সন্ধ্যায় জল হয়ে যায় নাকো কাজের শেষ,
মা, তুমি আমার জীবনের শেষ সন্ধ্যা হও।


Post a Comment