মেঘের_হলো_মন_খারাপ

 মেঘের_হলো_মন_খারাপ

মাহফুজা আক্তার এম.এ.কে










মেঘের_হলো_মন_খারাপ

মাহফুজা আক্তার এম.এ.কে


কেনো মেঘের হলো মন খারাপ

কেনো মৃত্তিকা করলো অভিমান,

কেনো বৃষ্টি বিলাস হলো আপন

কেনো বিষাদ করলো প্রভু দান!


তবুও যাতনা সয়ে থাক উচ্ছ্বাসন

তবুও হিমেল বায়ু ছূঁয়ে যাক মন,

তবুও ভালো লাগুক কাশের বন

তবুও অলির কথা থাক অল্পক্ষণ!


অথচ অযথা সকল আয়োজন

অথচ নিদ্রালু হলো প্রান্ত বদন,

অথচ অথৈই পারাবার অন্তহীন

অথচ সৃষ্টির বাগে রইলো ঋণ!

Post a Comment

Previous Post Next Post