কঠিন_মুসিবতে_সত্য_বলবো

 কঠিন_মুসিবতে_সত্য_বলবো
\
মাহফুজা আক্তার এম.এ.কে


 কঠিন_মুসিবতে_সত্য_বলবো


মাহফুজা আক্তার এম.এ.কে

সত্য কথায় বিপদ বেশি
তবু সত্য বলো,
বিপদ আপদ ক্ষণ কালের
সত্য পথে চলো!

মিথ্যা কথা মধুর বেশি
তবু মিথ্যা ছাড়ো,
হিয়ার কোণে ঠাঁই দিওনা
মিথ্যা বলা ছাড়ো !

সত্য কথায় সুখ মিলেনা
তবুও এই পথ ধরো,
পরকালে মুক্তি পাবে
পরের জনম গড়ো !

মিথ্যাচারে সুখ মিলে যায়
এই রাজত্ব থাকে অল্প,
মিথ্যা কথা পাপের শিকড়
করো সদা কল্প !

যত দিন প্রাণ আয়ু থাকবে
সত্য পথে চলবো,
শত কঠিন মুসিবতে
সদা সত্য বলবো !

Post a Comment

Previous Post Next Post