বিদায় বন্ধু
মাহফুজা আক্তার এম.এ.কে
বিদায় বন্ধু
মাহফুজা আক্তার এম.এ.কে
সময় আমার খুবই অল্প
চলে যাওয়ার পবন এসেছে,
থাকবি সবাই আমায় বিহীন
কারারুদ্ধতা আমায় ডেকেছে !
থাকিস বন্ধু ভালোই সবাই
বিদায় বন্ধু বিদায় নিলাম,
কিছুটা লগ্ন তোদের সাথেই
অতিথির বেশে না হয় ছিলাম!

Post a Comment