AMOLED -ডিসপ্লে কী ?
AMOLED (এমোলেড) (Active-Matrix Organic) এক প্রকার ডিসপ্লে প্রযুক্তি যা মোবাইল, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, টিভি ইত্যাদিতে ব্যবহার করা হয়। এমোলেড ডিসপ্লে তে কোনো ব্যাক লাইট এর ব্যবহার করা হয় নি। বরং এর প্রতিটি পিক্সেলস কে আলাদা আলদা লাইট হিসেবে ব্যবহার করা হয়েছে। মনে করুন স্ক্রীন এ আপনি একটি ছোট মার্বেল এর ছবি দেখছেন।
এখন এলসিডি ডিসপ্লে তে সেই ছোট মার্বেল এর ছবিটিকে প্রদর্শন করাতে যেটা কিনা স্ক্রীন এর এক ছোট জায়গা জুড়ে অবস্থান করছে পেছনের সম্পূর্ণ ব্যাক লাইট জ্বালিয়ে রাখতে হয়। কিন্তু এমোলেড ডিসপ্লে তে লাইট শুধু সেখানেই জ্বলবে যেখানে শুধু ছবিটি আছে, আর বাকী স্ক্রীনটি কালো থাকবে। এমোলেড ডিসপ্লে এক বিশেষ স্থান নিয়ে জ্বলবার কারণে এটি অত্যাধিক কম পাওয়ার ক্ষয় করে। এবং এটির আরেকটি সুবিধা হলো এটি কালো কালারকে ত্রুএ কালার দিতে পারে। যেহেতু কালো কালার এর জন্য আলাদা কোনো পিক্সেলকে জ্বলতে হয় না। তাছাড়াও এমোলেড প্রযুক্তিতে কনট্রাস্ট রেসিও অনেক বেশি লক্ষ করা যায়।

Post a Comment