👉এখন, যেই নাম দ্বারা জিমেইল একাউন্ট খুলতে যাচ্ছেন সে নামের প্রথম ও শেষ অংশ লিখুন। (উদাহরণস্বরূপ আমি এখানে Quora অ্যাপ এর নাম ব্যবহার করেছি)।
অতঃপর Next button এ ক্লিক করুন।
👉আপনার জন্ম সাল,জন্ম তারিখ দিয়ে, পুরুষ বা মহিলা নির্বাচন করে Next button ক্লিক করুন।
মনোযোগ সহকারে লক্ষ্য করুন।Hide my IP ভিপিএন ব্যবহার করার ফলে আপনার এখানে Skip নামে একটা Button দেখাচ্ছে। এখানে ক্লিক করে কোনো প্রকার মোবাইল নাম্বার দেওয়া ছাড়াই। আপনি লক্ষাধিক জিমেইল তৈরি করতে পারবেন।তাই এখন ঐ Skip Button এ ক্লিক করুন।
🤗ব্যাস। তৈরি হয়ে গেল নম্বর ছাড়াই জিমেইল একাউন্ট।
this post only educational purpose.উক্ত পদ্ধতি অবলম্বন করে কেউ কোন অসৎ কাজে অথবা বেআইনি কাজে ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হলে, তার জন্য এই পোস্ট কৃত ব্যক্তির কোন দায় থাকবে না। কেননা জ্ঞান আহরণের দায়িত্ব আপনার এবং তাকে সঠিক স্থানে প্রয়োগ করার দায়িত্বটাও একান্তই আপনার।
ধন্যবাদ🌺












Post a Comment