মন থেকে যেতে চাই
কিছু বলা হয় না কখনো,
কখনো কথা হলো অতি অল্প,
মন থেকে যেতে চাই অনেক,
কিন্তু সামনে বাঁশ একলা ছলছল।
শুধু শূন্যতা মনে হলেই,
কখনো কথা ভেবে আসা না,
মন পেলে কী করে যাও জানা না,
কখনো বারবার নাম ভুলে যাও আমার মানুষ তারা।
কখনো স্বপ্ন দেখি দিনে কখনো রাতে,
সেই স্বপ্ন ভেঙ্গে যায় আমার জীবন ভালোবাসার আশায়,
মনে হয় সেদিন এসেছিল সেই ভালোবাসার আলাপে,
এক নজরে একটি সুখ যেন পাওয়া যায়।
জীবন স্বপ্ন থেকে বেঁচে যায়,
কখনো ভুলে যায় সে সুখ যেন তোমার পাশে থাকে,
স্বপ্ন থেকে পড়ে যাওয়া পথ থেকে বের হলে একটি চিরস্মৃতি হয়,
জীবন থেকে পথ থেকে বের হলে সেই স্মৃতি থেকে নতুন করে আরও একটি কবিতা হয়।

Post a Comment