তোমার স্পর্শে
চোখ ফিরিয়ে দেখো শুধু তাকাও না,
একবার আমার হাত ধরে নাও তোমায় আমি চাই।
তোমার সাথে আছি আমি সর্বদা,
আমার জীবনে নাই অন্য কারো প্রিয়তমা।
তোমার চোখের কাজল আমার স্মৃতির ভাঁজ,
তোমার প্রেমের দুলাভ আমার জীবনের সুখসাধন।
তোমার স্পর্শে মন ভালো লাগে,
তোমার সাথে হলে কাজ সম্পূর্ণ হয়ে যায়।
আমি তোমার সাথে থাকতে চাই,
কোনো বিপদের সময় তোমার পাশে থাকতে চাই।
তোমার সাথে জীবন কাটাতে চাই,
হৃদয়ের ভালোবাসা বুকে রেখে নাও আমাকে তুমি আমি সে না।
চোখ ফিরিয়ে দেখো শুধু তাকাও না,
একবার আমার হাত ধরে নাও তোমায় আমি চাই।

Post a Comment